Thursday, September 10, 2015

কিছু মোবাইল সিম আপারেটরের হাতে সাধারন জনগণ জিম্মি...

ধরুন আপনার বাড়ীর চাকর আপনার নিত্যদিনে অনেক উপকারে আসে, চাকরের কাজের কৃতজ্ঞায় আপনি জীবনে অনেক একটু হলেও একটা অবলম্বন ফিরে পান, তার বিনিময়ে চাকরকে মাস শেষে বা দৈনিক টাকা মজুরি দিয়ে দেন।
.
কিন্তুু যদি কখনও আপনার সেই চাকরটি আপনাকে কিছু না বলে আপনার পকেটে হাত ঢুকিয়ে টাকা বের (চুরি) করে নেয়, তাহলে মনে হয় চাকরে সেই চাকরটিকে আপনি পরিত্যক্ত করবেন, নয়তো উপযুক্ত বিচার করে শাস্তি দিবেন.........এটাই কিন্তুু সমাজের নীতি।
.
উপরক্ত কথাগুলি শুধু চাকরের জন্য প্রযোজ্য *....... কিন্তুু অন্য কোন মাধ্যম এই রকম করলে কিছুই করার নেই, নাকি করবেন........??????
.
বাংলাদেশে  সিম কোম্পানীগুলি কিন্তুু নিত্যদিন কিন্তুু আপনাদের প্রতারিত করেই যাচ্ছে,  তার মধ্য উল্ল্যেখযোগ্য সিম বা প্রচারেই প্রসার গ্রামিনফোন এবং বাংলালিং কিন্তুু আপনাকে প্রায় সব দিক থেকেই প্রতারিত করতেছে।
.
বলতে পারেন আবার কি রকম প্রতারিত করে...???  সুবিধা তো ভালই পাচ্ছি.........!! কিন্তুু না বাংলাদেশে ১২ কোটি গ্রাহকের কিন্তুু মনের চাহিদা এক না।
.
কথা বলার জন্য আপনার সিমে টাকা লোড করার জন্য আপনি যখন ফ্লাক্সিলোডের দোকানে গিয়ে বলবেন আমাকে এত টাকা লোড করে দিন..............টাকা লোড হলো ঠিকেই, কিন্তুু আপনার একাউন্টে টাকা দেখাবে না,  আপনাকে না জানিয়ে সোজা চলে আসবে মিনিট কিংবা মেগাবাইট................!!!!
.
এখন দেখুন গ্রামিনফোন এ কত টাকা রিচার্য করলে আপনাকে না বলে আপনার মুল একাউন্টে টাকা না দিয়ে সিম কোম্পানীগুলি কি দিয়ে দেয়..................................
.
দেখুন কত টাকা রিচার্জ করলে আপনার মুল একাউন্টে টাকা না দিয়ে তারা মিনিট দেয়ঃ
.
১২,২৪,৫১,৭৮,৮৪,৯১ টাকা রিচার্জ করিলে আপনি নোটিফিকেশন ছাড়াই পেয়ে যাবেন ৪০,৮০,১০০,২০০,৩০০ মিনিট কথা বলার মিনিট।
. যাহা আপনি কিন্তুু মোটেই সস্তি নিয়ে দেখতে পারেন না, ঠিক তারাই সেটি দিয়ে দেয়।
.
এবার দেখুন কতটাকা রিচার্জ করিলে মুল একাউন্টে টাকা না দিয়ে আপনাকে না বলে তারা কত মেগাবাইট দিয়ে দেয়ঃ
.
১৩,২২,৩৬,৫৬,১১৯,২১১,৩২৯.......++ টাকা রিচার্জ করিলেই আপনার কাছে নোটিফিকেশন ছাড়াই পৌছে যাবে নিদৃষ্ট পরিমান মেগাবাইট,
.
কিন্তুু দুঃখের বিষয় অনেকের ফোনেই নেট কানেক্টেড নেই, এবং অনেকেই এগুলি চায় না। কেউ ১৩ টাকা লোড করবে একটু জরুরী কথা বলার জন্য, পরে দেখা গেল তার ফোনে টাকা না গিয়ে মেগাবাইট চলে গিয়েছে, এখন হতভম্ব ছাড়া আর কিছুই নেই।
.
গ্রামিনের দেখা দেখিতে কিন্তুু বাংলালিংও পিছিয়ে নেই, তারাও অনেক সিস্টেম করেছে সেম গ্রামিনের মতই.......
.
আজ আমরা স্বাধীন দেশে একটা সিম কোম্পানীর কাছে যদি সব সময় জিম্মি হয়ে থাকি,তাহলে আমাদের মত হতভাগা বিশ্বে কমেই পাওয়া যাবে,
.
এইগুলি করার পিছনে সরকারের যে কোন হাত নেই, তা বলবো না। বিটিসিএল যদি অনুমদন না করতো তাহলে সিম কোম্পানীগুলি এমন করতো না।
.
এই জনগনের কিছু টাকা কি শুধু সিম কোম্পানীগুলির পকেটে যায়...??? না যায় না, এগুলি সাধারন জনগনের টাকা, এর প্রাপ্য অনেকেরেই। যারা সব সময় জনগনের টাকার উপর লোভ করে থাকে।
.
কিন্তুু আজ প্রতিবাদ করার মত কোন লোক নেই, চলছে তো চলছে.......এভাবে যদি এগিয়ে যায় দেশ, তাহলে অসুবিধে কোথায়........
.
যদি এই রকম জনগনের হয়রানিকে আমরা প্রথমস্তরের দুর্নীতির চোখে না দেখি,তাহলে আমি জোর গলায় আওয়াজ তুলে বলতে পারি.........................আমরা সবাই রাষ্ট্রের কাছে ধর্ষিত জনগন।
.