⇨ যে মেয়েটাকে আপনি একটু আগে কুৎসিত বলে সম্বোধন করলেন সে হয়তো এখন
রুপচর্চা নিয়ে ব্যাস্ত, যাতে অন্তত গুটিকয়েক মানুষ হলেও তাকে সুশ্রী বলে এই
আশায় ।
⇨ যে মেয়েটাকে আপনি একটু আগে মোটা বললেন, সে হয়তো খাওয়া-দাওয়া কমিয়ে ডায়েট করা শুরু করে দিয়েছে ।
⇨ যে ছেলেটা আপনার কাছে ২টা টাকা সাহায্য চাইতে এসে আপনার গালি খেয়ে ফিরে গেল, তার ঘরে হয়তো আজ খাওয়ার মতো কিছুই নেই।
⇨ কম বয়সী বাচ্চা কোলে নিয়ে বসে থাকা যে মেয়েটিকে দেখে আপনি কিংবা আপনারা মেয়েটিকে পতিতা বলে আখ্যায়িত করলেন, সে হয়তো ধর্ষনের শিকার হয়ে ওই গ্লানি বয়ে বেড়াচ্ছে ক্রন্দনরত যে ছেলেটাকে দেখিয়ে আপনি কিংবা আপনারা মজা কুড়াচ্ছেন, তার মা হয়তো আজ মৃত্যুপথযাত্রী আমরা প্রত্যেকেই নানা রকম কষ্ট বয়ে বেড়াচ্ছি ।
•~~• এখন হয়তো কলিযুগ চলছে । এখানে একজনের কষ্ট আরেকজনের কাছে তামাশার মতো। অন্যের কষ্ট নিয়ে মজা করার আগে নিজের কষ্টের কথা ভেবে দেখুন। আজ আপনি একজনের কষ্ট নিয়ে তামাশা করবেন, কাল আপনার কষ্টও আরেকজনের কাছে তামাশা লাগবে।
কষ্টের কথা কাউকে বুঝালেই কি হাঁসির খোঁড়াক হয়ে যেতে হবে? এটি কেমন নিষ্ঠুরতা? যদি এতটাই হাঁস্যকর হয়ে থাকে তবে যে কষ্টে আছে তার অলক্ষ্যে গিয়ে হাঁসলে সমস্যা কোথায়? সান্ত্বনার দরকার নেই, করুনার দরকার নেই, উপদেশেরও দরকার নেই।
কষ্টের উপর নতুন করে কষ্টের প্রলেপ মাখানোর আবশিকতা কোথায়?
⇨ যে মেয়েটাকে আপনি একটু আগে মোটা বললেন, সে হয়তো খাওয়া-দাওয়া কমিয়ে ডায়েট করা শুরু করে দিয়েছে ।
⇨ যে ছেলেটা আপনার কাছে ২টা টাকা সাহায্য চাইতে এসে আপনার গালি খেয়ে ফিরে গেল, তার ঘরে হয়তো আজ খাওয়ার মতো কিছুই নেই।
⇨ কম বয়সী বাচ্চা কোলে নিয়ে বসে থাকা যে মেয়েটিকে দেখে আপনি কিংবা আপনারা মেয়েটিকে পতিতা বলে আখ্যায়িত করলেন, সে হয়তো ধর্ষনের শিকার হয়ে ওই গ্লানি বয়ে বেড়াচ্ছে ক্রন্দনরত যে ছেলেটাকে দেখিয়ে আপনি কিংবা আপনারা মজা কুড়াচ্ছেন, তার মা হয়তো আজ মৃত্যুপথযাত্রী আমরা প্রত্যেকেই নানা রকম কষ্ট বয়ে বেড়াচ্ছি ।
•~~• এখন হয়তো কলিযুগ চলছে । এখানে একজনের কষ্ট আরেকজনের কাছে তামাশার মতো। অন্যের কষ্ট নিয়ে মজা করার আগে নিজের কষ্টের কথা ভেবে দেখুন। আজ আপনি একজনের কষ্ট নিয়ে তামাশা করবেন, কাল আপনার কষ্টও আরেকজনের কাছে তামাশা লাগবে।
কষ্টের কথা কাউকে বুঝালেই কি হাঁসির খোঁড়াক হয়ে যেতে হবে? এটি কেমন নিষ্ঠুরতা? যদি এতটাই হাঁস্যকর হয়ে থাকে তবে যে কষ্টে আছে তার অলক্ষ্যে গিয়ে হাঁসলে সমস্যা কোথায়? সান্ত্বনার দরকার নেই, করুনার দরকার নেই, উপদেশেরও দরকার নেই।
কষ্টের উপর নতুন করে কষ্টের প্রলেপ মাখানোর আবশিকতা কোথায়?