Monday, September 7, 2015

"একই মানুষের দু রকম স্মৃতি !

কাউকে খুব ভালোবেসে এক সময় ভুলে থাকা যায়। সময় সব ভুলিয়ে দেয়। কাউকে খুব ঘৃণা করলে তাকেও এক সময় ভুলে থাকা যায়। ঘৃণারা একদিন ফি্‌কে হয়।
সমস্যা হয় যখন মানুষটিকে আপনি একি সাথে ভালোবাসছেন এবং ঘৃণা করছেন।
কবে জ্বরের ঘোরে মানুষটি কেঁদেছিল; এই স্মৃতিটি আপনাকে কাঁদাবে। আপনি ভালোবেসে কাঁদবেন।
কবে মানুষটি আপনাকে ঠকিয়ে চলে গেছে। এইসব স্মৃতি আপনাকে কাঁদাবে; আপনি তাকে ঘেন্না করে কাঁদবেন।
আপনার ঘৃণারা একটা জায়গায় স্থির হতে পারছে না।
খুব মনে পড়বে। কবে চোখ লাল করে ঘোর গ্রস্ত বর্ষায় আদর করেছিল... ডান দিকের পকেটে হাস্নাহেনা ; বা দিকের পকেট শুন্য ! দু রুমের ছিমছাম রাজ প্রাসাদের নকশা করছিল কাগজ কলমে... আহা !
আপনার ' আহা'রা স্থির থাকতে পারছে না। চোখ লাল করে ঘোর গ্রস্ত বর্ষায় আদর করা মানুষটি একদিন চোখ রাঙিয়ে ফেলেছিল... ! মনে পড়বে ! খুব মনে পড়বে !
কিছুক্ষণ ভালোবাসা কিছুক্ষণ ঘেন্না করা... মানুষকে বাঁচিয়ে রাখে স্মৃতি; স্মৃতিরাও তাহলে প্রতারণা করে !
একই মানুষের দু রকম স্মৃতি !
ঘোর গ্রস্ত লাল চোখ একদিন চোখ রাঙিয়ে ফেলে ! দু রুমের ছিমছাম রাজপ্রাসাদের নকশা করা মানুষটি একদিন অন্য কাউকে পাবার আশায় পালিয়ে যায় পেছনের দরজা দিয়ে।
স্মৃতিরাও তাহলে প্রতারণা করে !