সপ্ন সরকে নিশীরঙ্গীনীদের আর্তচিৎকারে আমাদের ঘুম ভাঙেনি।
ভিক্ষা করে জীবনধারণ করছে প্রবীণ অথবা শিশু।
স্বীকার নামক অস্থিরতায় ভুঁগছে এই সমাজেরই অনেক শিশু! তবুও আমাদের ঘুম ভাঙেনি,
কী আশ্চর্য, সকালবেলা দাবী করছি আমি মানুষ! মানবতা অথবা মানুষ, যাই হোক না কেন, শব্দগুলোকে আজ জাদুঘরে পাঠানো হোক। কেউ কি আর আসে মানবতার বানী নিয়ে?
বড়ো সাধ করে আমি নাম দিয়েছিলাম, তোমাকে মানুষ। মনেহয়, আরও একটি ব্যর্থতা!
কেন নামে আকাশ ফেড়ে অন্ধকার? আশার আলো দেখিয়েছে যে পথিক, ফিরে আসে নাই, ফিরে আসে নাই!
তবুও অপেক্ষায় থাকি, মানুষের অপেক্ষায়!
আমি জানি, রাতের শেষেই নতুন করে সূর্যোদয় হয়। তবুও রচনা করি হাজার বছরের আত্বচিৎকার!
ভিক্ষা করে জীবনধারণ করছে প্রবীণ অথবা শিশু।
স্বীকার নামক অস্থিরতায় ভুঁগছে এই সমাজেরই অনেক শিশু! তবুও আমাদের ঘুম ভাঙেনি,
কী আশ্চর্য, সকালবেলা দাবী করছি আমি মানুষ! মানবতা অথবা মানুষ, যাই হোক না কেন, শব্দগুলোকে আজ জাদুঘরে পাঠানো হোক। কেউ কি আর আসে মানবতার বানী নিয়ে?
বড়ো সাধ করে আমি নাম দিয়েছিলাম, তোমাকে মানুষ। মনেহয়, আরও একটি ব্যর্থতা!
কেন নামে আকাশ ফেড়ে অন্ধকার? আশার আলো দেখিয়েছে যে পথিক, ফিরে আসে নাই, ফিরে আসে নাই!
তবুও অপেক্ষায় থাকি, মানুষের অপেক্ষায়!
আমি জানি, রাতের শেষেই নতুন করে সূর্যোদয় হয়। তবুও রচনা করি হাজার বছরের আত্বচিৎকার!