"সেই মানুষটাকে কোনভাবেই ভুলতে পারিনা কেনো?
আমি দন্ত ক্যালাইয়া উত্তর দেই,
"সেই মানুষ টা চলে গেলে একবার না দুইবার ফেরানোর চেষ্টা করো। প্রয়োজনে তার মনের মতো করে নিজেকে বদলে তিনবারের মত চেষ্টা করো তারপরো না ফিরলে চারবারের বেলায় শুকুর আলহামদুলিল্লাহ বলে লম্বা একটা ঢেকুর গিলে ভুলে যেতে যেতে গান গাও "সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরনী"।
যারা "পেয়ার কিয়া ত নিভানা" মন্ত্রে বিশ্বাসী তারাই সেই মানুষটার অবহেলা যন্ত্রনা সহ্য করে হাজার বছর তার নামকীর্তন করে। তারপর ভুলতে পারিনা পারিনা বলে গলা ফাঁটায়।
জীবন কোন সিনেমা নয় যে "বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও" গাইতে গাইতে কারো জন্য বিসর্জন দেয়া যায়। লাইফ ইজ এ চ্যালেঞ্জ। টেক ইট এন্ড হ্যান্ডসামলি প্লে উইথ ইট!
অতএব "ভুলতে পারিনা" এটা খারাপ থাকার কারন হতে পারেনা। যার কাছে তোমার অনুভুতি আর আবেগের দাম নেই তাকে ভুলে যাও। গরম চায়ে টোস্ট বিস্কুট ডুবিয়ে খেতে খেতে তার নাম মুছে ফেলো স্মৃতি থেকে। তোমার ভালো থাকা যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু হোক তার হেরে যাওয়ার লম্বা লাইন টি।
আমি দন্ত ক্যালাইয়া উত্তর দেই,
"সেই মানুষ টা চলে গেলে একবার না দুইবার ফেরানোর চেষ্টা করো। প্রয়োজনে তার মনের মতো করে নিজেকে বদলে তিনবারের মত চেষ্টা করো তারপরো না ফিরলে চারবারের বেলায় শুকুর আলহামদুলিল্লাহ বলে লম্বা একটা ঢেকুর গিলে ভুলে যেতে যেতে গান গাও "সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরনী"।
যারা "পেয়ার কিয়া ত নিভানা" মন্ত্রে বিশ্বাসী তারাই সেই মানুষটার অবহেলা যন্ত্রনা সহ্য করে হাজার বছর তার নামকীর্তন করে। তারপর ভুলতে পারিনা পারিনা বলে গলা ফাঁটায়।
জীবন কোন সিনেমা নয় যে "বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও" গাইতে গাইতে কারো জন্য বিসর্জন দেয়া যায়। লাইফ ইজ এ চ্যালেঞ্জ। টেক ইট এন্ড হ্যান্ডসামলি প্লে উইথ ইট!
অতএব "ভুলতে পারিনা" এটা খারাপ থাকার কারন হতে পারেনা। যার কাছে তোমার অনুভুতি আর আবেগের দাম নেই তাকে ভুলে যাও। গরম চায়ে টোস্ট বিস্কুট ডুবিয়ে খেতে খেতে তার নাম মুছে ফেলো স্মৃতি থেকে। তোমার ভালো থাকা যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু হোক তার হেরে যাওয়ার লম্বা লাইন টি।