Thursday, September 10, 2015

আমি কারও মনরোঞ্জন করি না

আমি বাংলাদেশের স্বাধীনতার
স্থপতি বঙ্গবন্ধু কে প্রাণ ভরে শ্রদ্ধা
করি, আমি শহিদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান কে শ্রদ্ধা করি, আমি
গোলাম আযম, নিজামি, সাইদী কে
শ্রদ্ধা করি তাদের ভাল কাজ গুলোর
জন্যে।
আবার আমি বঙ্গবন্ধু, জিয়া, গোলাম
আযম, নিজামি, সাইদী কে ঘৃণা করি
যদি তারা কোন কুকর্মে লিপ্ত হয়ে
থাকে।
তারা বাংলাদেশের সিনিয়র
রাজনৈতিক, দেশের কল্যাণে তাদের
কেউ জিবন দিয়েছেন, আবার কেউ
ফাঁসি কাষ্ঠের অপেক্ষায় আছেন।
আমি বঙ্গবন্ধু, জিয়া কে দেখিনি,
তাদের শাসনামল দেখেনি,
একাত্তরে তাদের ভূমিকা ইতিহাসের
পাতায় পড়েছি, গোলাম আযম,
নিজামি, সাইদী কে দেখিনি,
একাত্তরে তাদের ভূমিকা কি ছিল
তাও ইতিহাসের পাতায় পড়েছি,
ফখরুদ্দীন আহমদের সময় বাংলার
হাসিনা, খালেদা সহ প্রায় সকল
নেতা নেত্রী জেল খেটেছেন,
দুর্ণীতি মামলার, জনতার টাকা লুটে
নেওয়ার জন্যে, গোলাম আযম,
নিজামি, সাইদীর বিরুদ্ধে তো
দুর্নীতি মামলা হল না, তারা তো
দুর্ণীতির জন্যে জেল খাটেন নি।
২০০৬ বিএনপি জামায়াত ক্ষমতা
ছাড়ার পর জামায়াত চ্যালেঞ্জ করে
বসল তাদের সংসদে কেউ এক টাকা দুর্ণীতি প্রমাণিত করতে পারলে আর
রাজনীতি করবে না। কেউ আজ
পর্যন্ত তাদের বিরুদ্ধে দুর্ণীতি
মামলা করল না কিন্তু কেন? গোলাম
আযম সাইদী নিজামি একাত্তরে
স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান
নিয়েছিল তাদের ভাষায় রাজনৈতিক সিদ্ধান্তে । বঙ্গবন্ধু বাকশাল কায়েম
করছিল ব্যক্তি স্বার্থে না দেশের
স্বার্থে?এ প্রশ্নের উত্তর তো আজ
পর্যন্ত আওয়ামীলিগ থেকে দেওয়া
হল না কিন্তু কেন? জিয়ার উন্নয়ণ মূলক
কাজ১০০% কি দেশের স্বার্থে ছিল
না অন্য কিছু? তা কেন আদালত প্রমাণ
করছে না?
এ দেশ মাঝি মাল্লার, খেটে খাওয়া
মানুষের, তাদের মুখে যারা আহার
দিবে তারাই এ দেশের মানুষের
ভালবাসা পাবে এ কথা সবার মানতে
হবে, জামায়াতে ইসলামী বুঝি
তাদের মুখে আহার দিতে সক্ষম
হয়েছে, নইলে জামায়াতের কেন এত
জনপ্রিয়তা? আসলে আওয়ামীলিগ
বঙ্গবন্ধুর আর বিএনপি জিয়ার আদর্শ
ভুলে গেছে, আর জামায়াত তাদের
আদর্শ ভুলেনি। তাই জামায়াতের
জনপ্রিয়তা দিন দিন বারছে, আর
আওয়ামীলিগ আর বিএনপির
জনপ্রিয়তা দিন দিন কমছে।
বাংলাদেশের কল্যাণে সবার অবধান
আছে, আবার সবার গাফিলতি বা
স্বার্থপরতা আছে।
আমার কথা গুলো যারা পড়বেন তাদের
সবার ই হয়ত বা গা জ্বলবে, তবুও আমি
বলে যাব, কারণ আমি শিল্পী আমার
কাজ হচ্ছে সমাজের, দেশের
অসংগতি আর সুন্দর গুলো তুলে ধরা,
আমি কারও মনোরঞ্জন করি না,
মনোরঞ্জন করে ভিরুরা বীরেরা না।