Friday, September 4, 2015

নারীপ্রেম বনাম বাস্তবতা---

পাঠকই লেখক ডেস্ক: লাভ,প্রেম, ভালবাসা, রিলেশনশিপ,কমিটমেন্ট আমাদের জীবনের কিছু গুরুত্ববহ কথাপ্রত্যেকটা মানুষ এগুলো চায়ফেসবুক এর কল্যানে আজ এগুলো ২-১ঘন্টার ব্যাপারআর ছেলেদের জীবনের একটা বিশাল পার্ট জুড়ে থাকে মেয়ে পটানো
.
আব্বু বলে, একটা মেয়ে কারো প্রেমে পড়তে ১টা কারনই যথেষ্টকিভাবে? 
তুমি ভাল লিখতে পারো ফেসবুক এ, তোমার প্রেমে হাজার বালিকা ক্রাশট, তুমি গিটার বাজাতে পারো,পাশের বাসার মেয়েটা তোমার প্রেমে ফিদা,তুমি ভায়োলিন বাজাতে পারো, পাড়ার সকল মেয়ে তোমার জন্য পাগল, তুমি কলেজে ভাল গাইতে পারো, জুনিয়র সিনিয়র অনেক আপুও তোমার সুরে পাগলী, তুমি নিউ মডেল BMW নিয়ে প্রাইভেট ভার্সিটি যাও, তোমার প্রেমে তোমার ডিপার্টমেন্ট এর অবিবাহিত ম্যাডাম ও পাগল
.
মেয়েদের প্রেম সময় নির্ভরআজ আপনার সুসময় শেষ কাল কে আপনি তার কাছে তার  অতীতকাল অন্য কেউ তার কাছে প্রিয়আসলে মেয়েরা প্রেমে পড়ে সুধু অল্প কিছু বিষয় এর উপরএকটা মেয়ের থেকে যদি আপনি কোন কিছুতে বেশি পারদর্শী হন তাহলে সে আপনার প্রেমে পড়বেকিভাবে?
আচ্ছা এই ঢাকা শহরে অনেক গরিব ছেলেরা টিঊশনি করে অনেক বড় ঘরের মেয়েদের কেতারা কি দেখে ওই ছেলের প্রেমে পড়ে ভেবেছেন কি? ওই যে, তার থেকে ম্যাথটা ভাল পারে ছেলেটাতাই ওই ছেলের প্রেমে পড়েছে সে
.
একটা মেয়ে চাইলেই একসাথে অনেক ছেলের সাথে প্রেম চালিয়ে যেতে পারে কোন অসুবিধা ছাড়াইআর ইচ্ছে হলেই ব্রেক আপপার্ক এ গিয়ে মেয়েটা ব্রেক আপ করে চলে যাচ্ছে ছেলেটা একটু জোর করে কিছু বললেই মেয়েটা চিতকার করে উঠে বলে তাকে উত্তক্ত করছে ছেলেটাআর সাথে সাথেই ২০-২৫জন যুবক এগিয়ে যায় মেয়েটার সাহায্যকারী হিসেবেব্যস হয়ে গেল ভাল ভাবেই চলে গেল মেয়েটা  আর ওই মেয়ের যায়গায় যদি কোন ছেলে চিতকার করে বলতো ভাই কেউ বাঁচান আমাকে এই লোকগুলো ছিনতাই কারী আমাকে মেরে ফেলছেকেউ ফিরেও তাকাবে না মৃত্যু যন্ত্রনায় আর্তনাদ করা ছেলেটার দিকে
.
আজ যেই মেয়েটা ফেসবুক  পাসওয়ার্ড আপনাকে দিল কাল কেই হয়তো আপনার জন্যই পাসওয়ার্ড চেঞ্জ করবে, হয়তো ব্লক,না হয় id  ডি একটিভ করবে, নাম্বার টা বদলে ফেলবেসেদিন রাতেও সে রাত জেগে ফোন এ গল্প করবে শুধু বদলে যাবে ফোনের অপর পাশের মানুষটাআবার কাউকে স্বপ্ন দেখাবে, আবার নতুন নামে নতুন কারো সাথে করবে রিলেশনমেয়েদের রিলেশন শুরু কখন হয় & শেষ কখন হয় সেটা তারা নিজেও জানে নাকেউ একজন বলেছিল মেয়েদের মন অনেক পরিস্কার হয় কারন তারা প্রতি মাসে মন আপডেট করে
.
প্রেমিকার এর জন্য ছেলেরা  বাবার কাছ থেকে মিথ্যা বলে হাজার টাকা দিয়ে গিফট দেয়তারা হয়তো জানেও না যে তার বাবা অসুধ না কিনে টাকা টা তাকে পাঠাইছে
এই মেয়ের প্রেমের জন্য ছেলেটা জীবন দিতে প্রস্ততআর জীবনের ২০-২৫টা বছর তাকে দেয়া তার মা-বাবার ভালবাসা আজ তার কাছে কিছুই না
আব্বু বলে, একটা ছেলেকে যোগ্য করতে তার মা বাবার লাগে ১৮-২৫বছরআর তাকে নষ্ট করতে একটা মেয়ের লাগে ১৮-২৫মিনিট
হায় রে ভালবাসা! 
.
প্রেমিকা সকালে খাইছে কি না সেটা জানতেই যুবকের সময় থাকে নাবাড়িতে থাকা তার মা-বাবা গত ২দিনে কিছু খাইছে কিনা সেটা জানার আগ্রহ ছেলের নেইঈদ এ প্রেমিকা কে গিফট দিতেই টাকা শেষএকবার মনে পড়ে না তার বৃদ্ধ-বৃদ্ধা মা বাবা ঈদ এ একটা গেঞ্জি ও না কিনে টাকা টা তাকে দিয়েছে
প্রতিটা মেয়ে একাসাথে ২-৩টা চরিত্র নিয়ে চলতে পারেপ্রতিটা মেয়েই খারাপ শুধু ব্যক্তি বিশেষে সেটা প্রকাশ পায়কেউ প্রকাশ করে কেউ করেনানোংরা কাজ সবাই করে কারো টা জানা যায় কারো টা যায় না
.
একটা মেয়ে চাইলেই একটা ছেলের জীবন নিয়ে মধুর খেলা খেলতে পারেমেয়েরা প্রেম করার জন্য অপশন রাখেএকটা মেয়ে একি সাথে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ২জন এর সাথে প্রেম করেএকটার সাথে না হলে অন্য টা তো আছেইমেয়েরা প্রেম করার সময় জানতে চায় না ছেলে কি করে, শুধু প্রেম এর মজা থাকলেই হলকিন্তু বিয়ের কথা বললেই তার বাবাকে বলতে হবে & তার  আব্বু  তাকে বলছে কোন বেকার ছেলের সাথে না কোন ডাক্তার এর সাথে তার বিয়ে দিবেকেন প্রেম শুরুর আগে মেয়েটা জানতো না যে ছেলেটা বেকার???
.
আব্বু বলে, মেয়েরা মরিচিকার মতদেখা যায় ধরা যায় নামেয়েদের মন বুঝার মত বয়সে পুরুষ রা কখনই পৌছায় না
একটি মেয়ে কে কখনই কেউ বুঝতে পারে নি পারবেও না 
তাই মেয়ে নামক এই মরিচিকার পিছনে না ছুটে পরিবার কে ভালবাসতে শিখুনযখন ২০-২৫টা বছর আপনার পরিবার আপনার ভাল চেয়েছে তখন বাকি জীবন টা তাদের উপর ভরসা রাখুন 
.
অনেকেই বলতে পারেন লেখকের কাছে "আঙুর ফল টক"বেটা নিজে ছ্যাকা খাইছে তাই সবাইকে প্রেম করতে দিবে নানা রে ভাই ছ্যাকা খাই নাই কিন্তু নিজের জীবন & নিজের পরিবার কে ভালবাসি
.
বি:দ্রঃ ব্যতিক্রম কখনো উদাহরণ নয়ভাল মানুষ & ভাল মেয়ে আছে বলেই আমরা আমাদের মা বোন কে ভাল জানি
সব মেয়েই খারাপ হতে পারে  কিন্তু কোন/কারো মা অথবা কারো বোন কখনই খারাপ নাভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
(সম্পাদক দায়ী নয়)