Monday, September 7, 2015

" কারা টেররিস্ট!---

১) হিটলার, একজন নন মুসলিম। মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেররিস্ট!
২) জোসেফ স্টাললিন, একজন নন মুসলিম। সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, ইনক্লুডিং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মরেছে! মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেররিস্ট।
৩) মাও সে তুং একজন নন মুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে টেররিস্ট।
৪) মুসলিনী ( ইটালী ) ৪০০ হাজার মানুষ হত্যা করেছে ! সে কি মুসলিম ছিল? অন্ধ মিডিয়া একবারো বলে না খ্রিস্টান টেররিস্ট !
৫) অশোকা ( কালিঙ্গা বেটল ) ১০০ হাজার মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেররিস্ট।
৬) আর জজ বুশ ইরাকে আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! কই ব্লাডি মিডিয়া তো বলে না খ্রিস্টান টেররিস্ট !
৭) আর হায়দ্রাবাদের কসাই নাম পরিচিত নরেন্দ মুদি শত শত মুসলিম নিদন করেছে সবাই জানে ! তবুও মিডিয়া বলে না হিন্দু টেররিস্ট।
৮) এখনো মায়ানমারে প্রতিদিন মুলিম রোহিঙ্গা দের খুন , ধর্ষণ , লুটপাট , উচ্ছেদ করছে ! তবুও কোনো ব্লাডি মিডিয়া বলে না বৌদ্ধিস টেররিস্ট !
ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা মুসলমানরা করেনি, করেছে নন মুসলিমরা আর এরাই দিন রাত গণতন্ত্র জপ করে মুখে ফেনা তুলে ! অথচ এদের দারাই মানবতা লুন্ঠিত ! আর এইসব অপশক্তি দমন করতে যদি কোনো দল প্রতিবাদ করে তখনি হয় জঙ্গি !
"Muslim is not terrorists & terrorist is not Muslim"