নারী, এ কি তোমার প্রেম নাকি শরীরজ্বালা?
নারী, তোমার প্রেম সেতো শরীরি ভাষায় ভালবাসি ভালবাসি করে ঘোর পৃথিবীময়,
নারী তোমার প্রেম, সেতো গড়াগড়ি খায় শুকুর মাঝির কালো নৌকার টঙের ঘরে কিংবা
লিটনের ফ্ল্যাটের সস্তা খাটের নোংরা বিছানায়!
সস্তা দামের সিমেন্স্ জড়ানো নোংরা মোজাগুলো,
সে তো ভালবাসারই মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেল,
নোংরা চুমুতে মুছে যাওয়া টানা চোঁখের কাজল,
এই তো তোমার ভালবাসা আবেগ ভরা বুক,
নারী, যৌবনজ্বালা মেটানোতেই কি তোমার সব সুখ?
পুরুষ আমরা নোংরা সবাই বদমায়েশের জাত,
শুধু কি পুরুষরাই রোমান্স নেয় তুমি কি নেওনা অর্গাজমের স্বাদ!
পতিতা পল্লীর যে মেয়েটি দেহ বিক্রী করে, শুধুই তাদের কে নষ্টা বলবো?
ঘাটে-মাঠে-ফ্ল্যাটে শতশত খাটে ঘুরছো- ওটির নেই দোষ!
আয়নার সামনে দাঁড়িয়ে দেখ-- হবে আফছোস্,
বাজারের পতিতাকে সবাই চেনে জেনে শুনে যায়,
তোমাকে কে চেনে নারী ঈশ্বরও অসহায়!
মায়ের জাতিকে মান-সন্মান ডাস্টবিন আর ম্যানহোলে ছুরে দিয়ে শরীর নামের প্রেম খুঁজতে ঘুরছো খাটে খাটে! শুধুই আপছোস্ হয়!!!!
নারী, তোমার প্রেম সেতো শরীরি ভাষায় ভালবাসি ভালবাসি করে ঘোর পৃথিবীময়,
নারী তোমার প্রেম, সেতো গড়াগড়ি খায় শুকুর মাঝির কালো নৌকার টঙের ঘরে কিংবা
লিটনের ফ্ল্যাটের সস্তা খাটের নোংরা বিছানায়!
সস্তা দামের সিমেন্স্ জড়ানো নোংরা মোজাগুলো,
সে তো ভালবাসারই মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেল,
নোংরা চুমুতে মুছে যাওয়া টানা চোঁখের কাজল,
এই তো তোমার ভালবাসা আবেগ ভরা বুক,
নারী, যৌবনজ্বালা মেটানোতেই কি তোমার সব সুখ?
পুরুষ আমরা নোংরা সবাই বদমায়েশের জাত,
শুধু কি পুরুষরাই রোমান্স নেয় তুমি কি নেওনা অর্গাজমের স্বাদ!
পতিতা পল্লীর যে মেয়েটি দেহ বিক্রী করে, শুধুই তাদের কে নষ্টা বলবো?
ঘাটে-মাঠে-ফ্ল্যাটে শতশত খাটে ঘুরছো- ওটির নেই দোষ!
আয়নার সামনে দাঁড়িয়ে দেখ-- হবে আফছোস্,
বাজারের পতিতাকে সবাই চেনে জেনে শুনে যায়,
তোমাকে কে চেনে নারী ঈশ্বরও অসহায়!
মায়ের জাতিকে মান-সন্মান ডাস্টবিন আর ম্যানহোলে ছুরে দিয়ে শরীর নামের প্রেম খুঁজতে ঘুরছো খাটে খাটে! শুধুই আপছোস্ হয়!!!!