Monday, September 7, 2015

"সমাজ ও পরিবারের সচেতনতার লক্ষ্যে এই পোষ্টটি--- যদি কারো সাথে মিলে যায় মনে কষ্ট না নিয়ে সভ্যসমাজে ফিরে আসুন!---

বালিকা তুমি যাকে বিছানায় সুযোগ দিচ্ছ, যে তোমার অমূল্য কুমারিত্তকে খাবলে খুবলে খাচ্ছে দিনের পর দিন যার সাথে তথাকথিত প্রেম নামক নষ্টামি করে যাচ্ছ! সময়ের সাথে পাল্লা দিয়ে যাকে নিয়ে কল্পনার সাগরে ভেঁসে বেড়াও দিনে রাতে নিজের শরীরে প্রতিটি ভাঁজের গন্ধ যাকে শুকতে দিয়েছো তোমার দেহের সব মৃদুরেখা যার কাছে আজ স্পষ্ট । যে তোমার ধর্ম সীকৃত পুরুষ না হওয়া সত্তেও তাকে কতো রকমের আহলাদে কতো নিত্য নতুন নামে ডাকছো, তুমি কিভাবে নিশ্চিত হলে সেই ছেলেটির সাথেই তোমার বিয়ে হবে?
,
প্রেম করেছো হয়তো বিছানা পর্যন্ত গড়াওনি, তবুওতো একজন ছেলেকে তুমি তোমার ভালবাসাতে সিক্ত করেছো যে কিনা তোমার কেউনা!
প্রেম করেছে এবং বিয়ে হয়েছে এরকম জুটির সংখ্যা ৫ থেকে ১০ ভাগের বেশিনা।
,
বাকি ৯০ ভাগ মেয়েরা কি করছে? তারা কি তাদের হবু বর কে ঠকাচ্ছেনা? তুমি নিজে কি চাইবে তোমার বর অন্য একজন মেয়ের আচলে চরিত্র বিকিয়ে আসুক?
,
বিভিন্ন মিডিয়ার জরিপে দেখাযায় পতিতা গুলোতে প্রতারক প্রেমিক কর্তৃক প্রেমিকাকে বিক্রি। তুমি নিশ্চিততো? তোমার সল্প পরিচিত এই ছেলেটি প্রতারক না। মনে রেখো যে সব প্রেমিকারা আজ পতিতালয়ের মতো ঘৃন্য একটি যায়গায় ধুকে ধুকে মরছে, যারা কিছু দিন দেহ দানের পর বুঝেছে তার অপুরনীয় ক্ষতি হয়েছে তারাও তোমার মতো সুশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মেয়ে, দীর্ঘ দিন ভালবাসাবাসির পর তাদের যায়গা হয়েছে পতিতালয় অথবা আত্মহত্যার দড়িতে। ছেলেদের মধ্যে একশ্রেনীর আছে যারা তাদের সৌন্দর্য, সহজ সরল অভিনয়, সম্পদ, ও সার্টিফিকেট দেখিয়ে একাধিক মেয়ের প্রেমীক হয়ে যায় যারা তাদের প্রেমিকাকে প্রতারনার ফাঁদে ফেলে দলবল নিয়ে দেহ ভোগ করে দিনের পর দিন তুমি তাদের কবলে পড়ছো নাতো? তোমার আগে যারা প্রতারিত হয়েছে তারাও তোমার মতো নিশ্চিত ছিল যে তাদের প্রেমিক তাদের স্বপ্ন পুরুষ। কতো দুঃখী জ্বালাময়ী ঘটনা, যা সমাজকে বলা যায় না যে মিডিয়া তোমাকে নায়ক নায়িকার ল্যাপটা ল্যাপটির দৃশ্য দেখিয়ে প্রেমিকা হতে উৎসাহ দিয়েছে সে মিডিয়া তখন তোমার দুর্ঘটনাকে রগরগে করে উপস্থাপন করে পাঠককে বিনোদন দিবে। তুমি যে একটা ঘোরের মধ্যে আছো! সেটাকি তুমি বুঝতে পার? কতো শুনেছি কতো বেদনা বিধুর অশ্রু সিক্ত সব দুর্ঘটনা, কতো প্রেমিক তার প্রেমীকার ঘর ভাঙল পুরোনো দিনের গল্প গুলো তার স্বামীর কাছে সচিত্র প্রকাশ করে...কতো মেয়ে অকালে আত্মহত্মা করলো! কতো প্রেমিক বিছানা দৃশ্যের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে প্রেমিকাকে ভেড়াল নিশি কন্যাদের দলে। কতো প্রেমীকা আজ সন্তানের পিতার পরিচয় পাবার জন্য মানুষের দুয়ারে দয়ারে ঘুরছে! কতো প্রেমীকার রাত কাটে আজ চোখের জলে ভেসে!
ম্যান হল আর ডাস্টবিনে আজকাল সদ্য নবজাতক পাওয়া যায়, প্রসাসনের ভাস্যমতে এসব নবজাতক এযুগের তরুন তরুনীর চরম প্রেমের ফসল ভবিষৎ-এ এই চরম প্রেম কতোটা মহামারি আকার ধারন করে তা বলা যায় না।
,
ঘরে ঘরে নিরব কান্না কতো সইবে আর? সমাজের যে মেয়েটিকে আজ বোঝাতে চাইছি সে হয়তো আজ আমাকে মৌলবাদী বলবে। কি সেখালো মিডিয়া? দু'দিন পরই তার বোবা কান্নায় বালিশ ভিঁজবে।
,
কেউ জানবে না কাউকে জানানো যায না য়ে অভিনেত্রী ও মডেল কন্যা সাদিয়া জাহান প্রভার কথা কি ভুলে গেছ? কিভাবে তার প্রেমিক তাদের বিছানা দৃশ্যের ফুটেজ দিয়ে তার ঘর ভাংল ! এখন সে ভিডিও উঠতি বয়সের বখাটেদের হাতে হাতে !! কতো প্রভা আজ গ্রামে গ্রামে! কে কার হিসেব রাখে? তাই বলছি তুমি প্রতারিত হচ্ছ না তো? তবে ৯০ ভাগ মেয়ে তার প্রেমিককে বিয়ে না করতে পেরে তার হবু স্বামীর সাথে ঠিকই প্রতারনা করছে, তোমার কুমারীত্ত, সৌন্দর্য, যা কিছু ছিল সব ছিল তোমার স্বামীর পক্ষ থেকে তোমার কাছে আমানত।
তুমি তা অন্য পুরুষের হতে বিসর্যন দিয়ে খেয়ানত করছো। মনে রেখো প্রেমিক নামের যে পুরুষটি তোমার চরিত্র দিনের পর দিন গিলে খাচ্ছে সে তোমার কুমারীত্ত ও সৌন্দর্যের খাদক। তোমার দেহে তার যৌন খোরাক আছে বলেই তোমাকে সে এত প্রশংসা করে, তোমাকে পার্কে নিয়ে ঘুরে বেড়ায়, রিক্সায় বসলে যত্ন করে বাহুবন্ধনে রাখে, তোমাকে তোমার প্রিয় নামে ডাকে, তোমাকে ভালবাসা আর আদরের নামে তার যৌন লালসা চরিতার্থ করে একজন পতিতার খদ্দের কি তাকে ভালবাসে নাকি যৌন চাহিতা মেটা? খদ্দের কি তার পায়ের গোরালী হতে ঠোট পর্যন্ত পয়সা উসুল করেনা? একজন খদ্দের যে কারনে পতিতাকে সাময়িক আদর করে তোমাকে তোমার প্রেমিক একই কারনে আদর করে, যার নাম- মিডিয়া দিয়েছে ভালবাসা। তোমার প্রেমিক কেমন পুরুষ? সে বিয়ে ব্যাতি রেখে তোমার দেহ পেতে চাইছে ! সে তো তোমার প্রেমিক নয় সে তোমার যৌবন গ্রাসী সর্বনাশা সর্প, তার প্রতিটি দংশনেই তোমার সতীত্য নষ্ট হবে! "হায়রে প্রেম হায়রে কপাল!
,
শেষ করার আগে শুধু এতো টুকু অনুরোধ করছি"প্রেম তুমি অবশ্যই করবে তা শুধুমাত্র ইসলাম স্বীকৃত তোমার স্বামীর সাথে, সেই তোমার সপ্নের পুরুষ, তার সাথে প্রেমই হলো পবিত্র প্রেম" শুধু একটু ধৈর্য ধরো, যৌবন তো সবাইকেই তাড়াকরে...!